শেবাচিম এর ২০২০-২০২২ এডভাইজরি কমিটি গঠন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-র এডভাইজরি কমিটি গত ১১ ই আগষ্ট গঠন করা হয়েছে। বর্তমান একজিকিউটিভ কমিটির সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে পাঁচসদস্য বিশিষ্ট এই উপদেষ্টা কমিটি নির্বাচিত হন। এই কমিটি ২০২০-২০২২ এই দুই কার্য বর্ষে দ্বায়িত্ব পালন করবেন।
এডভাইজরি কমিটির নবনির্বাচিত সম্মানিত সদস্যবৃন্দ হলেন: ডা: হুমায়ুন কবির খান (সপ্তম ব্যাচ), ডা: দেওয়ান এমহকরানা (নবম ব্যাচ), ডা: আব্দুল্লাহ হাসান সাবু (দ্বাদশব্যাচ), ডা: নীরু শামসুন নাহার (ত্রয়োদশ ব্যাচ) এবং ডা: মোহাম্মদ সাখাওয়াত হোসেনরমন্জু (বিশতম ব্যাচ)।
এক্জিকিটিভ কমিটির বর্তমান প্রেসিডেন্ট ডা: আজমল ইউসুফ মুকুল এবং জেনারেল সেক্রেটারি: শাহ নাজমুল আলম নবনির্বাচিত এডভাইজরি কমিটির সম্মানিত উপদেষ্টাবৃন্দকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে তাদের কার্যক্রমে সফলতা কামনা করেন।