শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা, বনানীতে দাফন
বিনোদন ডেস্ক: খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরকে শেষ শ্রদ্ধা জানানো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বিকাল সাড়ে ৩টায় তাকে সেখানে নেওয়া হবে। শিল্পকলা প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে মিরপুরে আবদুল কাদেরের নিজ বাসায় নেওয়া হয়। সেখান থেকে মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা ও জানাজা শেষে আবদুল কাদেরের মরদেহ নেওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে তার তৃতীয় জানাজা শেষে তাকে সন্ধ্যায় দাফন করা হবে।
আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবদুল কাদের। তিনি দীর্ঘ দিন ক্যানসারে ভুগছিলেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ অভিনয় জগতের তারকারা শোক জানিয়েছেন। সেই সঙ্গে অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুণী এই অভিনেতার বন্দনা করছেন।