২০২০ সালের সেরা সুন্দরী ইসরায়েলের শেলবিয়া
বিনোদন ডেস্ক:হাজারো সুন্দরীকে টপকে ২০২০ সালের সবচেয়ে সুন্দরীর খেতাব পেলেন ইয়েল শেলবিয়া। টিসি ক্যান্ডলার ম্যাগাজিনের এক জরিপে সুন্দরী হিসেবে শীর্ষস্থান দখল করেছেন ইসরায়েলের এই ১৯ বছর বয়সী তরুণী।
সম্প্রতি টিসি ক্যান্ডলার ২০২০ সালের শীর্ষ সুন্দরীদের তালিকা সম্বলিত একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়- ইসরায়েলের ইয়েল শেলবিয়ার পর দ্বিতীয় স্থানে আছেন র্যাপার ও ড্যান্সার লিসা মানোবান।
তৃতীয় স্থানে রয়েছেন মডেল মেইকা উল্লার্ড, চতুর্থ স্থানে আছেন জুয়ো। এই তালিকায় হলিউডের তারকা অভিনেত্রী গ্যাল গ্যাডট আছেন ২১তম স্থানে।
সবচেয়ে সুন্দরী হওয়ার খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইয়েল শেলবিয়া বলেন, ‘আমি কখনই কোনো কিছুতে প্রথম আসিনি। এটা খুব সুন্দর।’
শেলবিয়া বর্তমানে ইসরায়েল বিমান বাহিনীতে কাজ করছেন। তিনি ইসরায়েল পোশাক সংস্থা রেনুয়ার এবং কিম কারদাশিয়ানের ‘কে কেডব্লিউ’এর মডেল হয়ে পরিচিতি পেয়েছেন।