গৌরবের কণ্ঠে ব্ল্যাক ব্যান্ডের ‘স্মৃতি’ (ভিডিও)
বিনোদন ডেস্ক: বাংলাদেশের অন্যতম রক ব্যান্ড ‘ব্ল্যাক’। ১৯৯৯ সালে আত্মপ্রকাশ করার পর একটা সময় দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল এটি। বর্তমানে ব্যান্ডটি নতুন গানে নিয়মিত নয়। তবে শ্রোতাদের কাছে এখনো ব্ল্যাক প্রিয় একটি নাম।
ব্ল্যাক-এর গান হরহামেশাই ভক্তরা কভার করেন। এবার ব্যান্ডটির শ্রোতাপ্রিয় গান ‘স্মৃতি’ নতুন আয়োজনে গেয়েছেন তরুণ গায়ক গৌরব গল্প। গানটি প্রকাশিত হয়েছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে।
‘স্মৃতি’ গানটির কথা লিখেছিলেন ইমন যুবায়ের। সুর করেছিল ব্ল্যাক ব্যান্ড। এ গানটি ব্ল্যাক-এর ‘অনুশীলন’ অ্যালবামে ছিল। গানটির নতুন সঙ্গীতায়োজন করেছেনআহাদ ফাহিম। মিক্স ও মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী।
গানটির ভিডিও নির্মাণ করেছে ওয়াশিংটন ডিসির ফিউচার হিস্টোরি ল্যাবস। ভিডিওতে শিল্পী গৌরব নিজেই গায়ক রূপে অংশ নিয়েছেন। পুরো প্রোজেক্টটির সমন্বয় করেছেন জি সিরিজের কর্মকর্তা ঈশা খান দূরে।
গানের লিংক: