পাইপলাইন মেরামতের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার ডেমরা সিজিএস (সিটি গেট স্টেশন), নন্দীপাড়া টিভিএস ও তেজগাঁও টিভিএসের পাইপলাইনে জরুরি মেরামতের কাজ করা হবে। এ জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস।
প্রসঙ্গত, রমজানের প্রথম দিন থেকে টানা প্রায় চার দিন গ্যাস সংকটের মুখোমুখি হয়েছিল রাজধানীবাসী। প্রথম দুদিন সংকট বেশি হলেও পরে তা কমে আসে।
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের একটি কূপে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করায় ছয়টি কূপ বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।