ঢাকা: আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর সেতুর দক্ষিণপাড় মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে (পুরানো ফেরিঘাট) বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

জনসভা সফল করতে টিম গঠন করা হয়েছে। টিমের প্রধান করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমকে। মির্জা আজম ঢাকা বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন ইতিহাসের স্মরণকালের জনসভা করতে চাই। সভাকে সফল করতে একটি টিম গঠন করা হয়েছে। ওই টিমের প্রধান করা হয়েছে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে।

 

উল্লেখ্য, মির্জা আজম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের যে কোনো বড় জনসভা, প্রতিষ্ঠাবার্ষিকী অথবা দলের কাউন্সিলে মঞ্চ সাজসজ্জার দায়িত্ব পালন করে আসছেন।