বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরই মধ্যে বেশকিছু সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন। টেলিসিনে সোসাইটি আয়োজিত টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে ওপার বাংলায় গিয়েছেন ববি। দেশে ফিরেই পাপ সিনেমার শুটিংয়ে অংশ নিবেন।

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির নির্মাণ করছেন পাপ সিনেমা। এতে ববির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান| এরই মধ্যে বেশ কিছু দৃশ্যের কাজ হয়েছে।

ববি বলেন, আমি এখন কলকাতায় আছি। এখন থেকে দু-একদিনের মধ্যে ঢাকায় ফিরবো। দেশে ফিরেই পাপ সিনেমার শুটিংয়ে অংশ নেব। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হবে।

রোশান-ববি ছাড়াও অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান, জাকিয়া প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

পরিচালক সৈকত নাসির বলেন, লম্বা সময় ধরে জাজের সিনেমা নির্মাণ করা হয় না। এবার বিরতি ভেঙে পাপ সিনেমার কাজ শুরু করেছি। আজিজ ভাই চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি, রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে।