ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। এর ফলে গণতন্ত্র সুসংহত হয় এবং দেশের উন্নয়ন গতি পায়।
রোববার সকাল ১০টায় জেলা সার্কিট হাউজে নাটোর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পলক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মিডিয়া-বান্ধব। মিডিয়ার উন্নয়ন এবং মিডিয়াতে কর্মরতদের কল্যাণে কাজ করছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় এসে অসংখ্য ইলেকট্রনিক্স মিডিয়াকে লাইসেন্স প্রদান করেছে। সাংবাদিকদের কল্যাণে কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। করোনাকালীন সময়ে তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী নাটোর প্রেস ক্লাবের নতুন কার্যালয় নির্মাণ কাজে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রনেন রায় ও জালাল উদ্দিন, নাটোর প্রেস ক্লাবের সহ-সভাপতি দুলাল সরকার প্রমুখ।