ঢাকা: পদ্মার বুকে শেখ হাসিনার সাহসী উদ্যোগে সেতু নির্মিত হওয়ায় বিএনপি নেতারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার নিজ বাসভবনে বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

মাওয়া ও পদ্মার অপরপ্রান্তে ভিত্তিপ্রস্তর উদ্বোধন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ২০০১ সালের ৪ জুলাই পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ। তখনকার গণমাধ্যমে খবরের পাশাপাশি এ সেতুর ভিত্তিপ্রস্তরের ছবিও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়, যা এখনো সংগৃহীত আছে।

তিনি আরো বলেন, বিএনপি নেতারা যা বলছেন, তাতে মনে হয় কয়েকদিন পরে হয়তো বলবেন পদ্মাসেতু জিয়াউর রহমানের স্বপ্ন ছিল।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাজই হলো নিরেট মিথ্যাচারকে বারবার উচ্চারণ করে সত্যে রূপদানের অপচেষ্টা করা। বিএনপির অতীত ষড়যন্ত্র, অব্যাহত মিথ্যাচার এবং গুজব পদ্মাসেতুর নির্মাণকে কোনোভাবেই বন্ধ করতে পারেনি।

তিনি বলেন, বিএনপি নিজেরা তো কিছুই করেনি, এখন দেশের উন্নয়নে তাদের গাত্রদাহ হয়। পদ্মাসেতুকে ঘিরে তাদের নানান অপপ্রচারের সঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন রূপকথার গল্প।