ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত সমাবেশ ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম। 

সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা। বক্তব্য রাখেন কৃষক লীগের সহ-সভাপতি ও জোটের নেতা শেখ মো. জাহাঙ্গীর আলম, নাট্যশিল্পী তানভীন সুইটি, সাংবাদিক সুজন হালদার, কণ্ঠশিল্পী নায়ক এস.ডি রুবেল, কবি লেখক সাহিত্যিক মুনা চৌধুরী, প্রাবন্ধিক ড. লায়ন মিজানুর রহমান, মিতু মোল্লা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন সিরাজী, সাংবাদিক মনিরুজ্জামান অপূর্ব, কাঞ্চন মল্লিক, নাট্যশিল্পী পারুল আক্তার লোপা, অপু হোসেন, রাজ সরকার, বিদ্যুৎ সরকার, দিলীপ সরকার, সহ-সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

এসময় বক্তারা বলেন, দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সুবিধা অর্জনের জন্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি জামায়াত তাদের বিভিন্ন অপশক্তির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের হিংসা হয়। আওয়ামী লীগ শেখ হাসিনার নের্তৃত্বে জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তির মোকাবেলা করবে। 

বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যে ভাষায় স্লোগান দেয় সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এর মধ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শের সাংস্কৃতিক কর্মীদের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মত পাহারা দিতে হবে।

বক্তারা আগামীতে যে কোনো আন্দোলন-সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।