বিনোদন ডেস্ক: ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ‘কফি উইথ কারন’ -এ হাজির হয়েছিলেন বলিউডের তিন তারকা স্ত্রী। সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে এবং শাহরুখ খানের স্ত্রী গৌরী।
তবে মাহিপ ও ভাবনার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে শোয়ের পুরো লাইম লাইটটাই কেড়ে নিলেন গৌরী। কথায় কথায় উঠে এল শাহরুখ ও গৌরীর লাভস্টোরিও। এমনকী, মেয়ে সুহানার প্রেম নিয়েও স্পষ্ট উত্তর দিলেন গৌরী।
সম্প্রতি কারন তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই শোয়ের একটি ঝলক। যেখানে জানা গিয়েছে, সুহানাকে নিয়মিত প্রেমের টিপস দিয়ে থাকেন গৌরী।