কানাডার ব্রামপটনে স্বাধীনতা দিবস উদযাপিত
৫২ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্রামপটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে ব্রামপটন বাংলাদেশী কমিউনিটি সার্ভিস (বিবিসিএস)। সার্বিক সহযোগিতায় ছিল সিটি অফ ব্রামপটন ।
শীতের কনকনে ঠাণ্ডা আর বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে আসেন ব্রামপটন ও আশেপাশের শহরের প্রায় দুইশতাধিক বাংলাদেশী।