Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে কাল


HeRa   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০২:০৪ পিএম

ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে কাল

রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপলাইন মেরামতের জন্য কাল সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।

আজ রবিবার (১৭ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএস’র পাইপলাইনে জরুরি মেরামত কাজ করা হবে। এজন্য সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

প্রসঙ্গত, রমজানের প্রথম দিন থেকে টানা প্রায় চার দিন গ্যাস সংকটের মুখোমুখি হয়েছিল রাজধানীবাসী। প্রথম দুদিন সংকট বেশি হলেও পরে তা কমে আসে।

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের একটি কূপে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করায় ছয়টি কূপ বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।