Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

পশ্চিমাদের পাঠানো অস্ত্র বোঝাই পরিবহণ বিমান ভূপাতিত করেছে রুশ বাহিনী


HeRa   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০২:০৪ পিএম

পশ্চিমাদের পাঠানো অস্ত্র বোঝাই পরিবহণ বিমান ভূপাতিত করেছে রুশ বাহিনী

পশ্চিমাদের পাঠানো অস্ত্র বোঝাই পরিবহণ বিমান ভূপাতিত করেছে রুশ বাহিনী

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনাসেনকোভ শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেছেন। বিবৃতিতে বলা হয়, ওডেসায় ইউক্রেনের একটি সামরিক পণ্য পরিবহনকারী বিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি পশ্চিমাদেশগুলোর পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র বহন করছিল। 

রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের অনেকগুলো বিমান ধ্বংস করেছে। যদিও রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইউক্রেনও এমন ঘোষণার এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়ায় জানায়নি। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগো শনিবার এক বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এখানে এখনো ইউক্রেনের কিছু সেনা আছেন। তারা তাদের অবরুদ্ধ করে ফেলেছেন। ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবন বাঁচাতে হলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে হবে।  সিএনএন