Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ভূরুঙ্গামারীতে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ


HeRa   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০৪:০৪ পিএম

ভূরুঙ্গামারীতে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

ভূরুঙ্গামারীতে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবকের নাম নাজমুল। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে।

নাজমুলের বড় ভাই নাছির আলী বলেন, নাজমুল ও অপর দুইজন শুক্রবার দিবাগত মধ্যরাতে কালজানী নদীর পাড়ে বসেছিল। এসময় বিজিবি'র (বাংলাদেশ বর্ডার গার্ড) একটি টহল দলকে দেখে ভয়ে তাদের একজন দৌড়ে পালিয়ে যায়।

নাজমুল ও অপরজন নদীতে ঝাঁপ দেয়। নদীতে ঝাঁপ দেওয়া দু'জনের একজন পরে সাঁতরে তীরে উঠে এলেও নাজমুল নিখোঁজ রয়ে যায়। এই প্রতিবেদন লেখার সময় শনিবার বিকেল চারটা পর্যন্ত প্রায় ১৫ ঘন্টা অতিবাহিত হলেও নাজমুলের খোঁজ মেলেনি।

শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন ঘটনাটি দুঃখজনক।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাজমুলের সন্ধান পাওয়া যায়নি। সে এখনও নিখোঁজ রয়েছে।