Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

রায়পুরায় পিকআপ সিএনজি সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনায় পিকআপ চালক গ্রেপ্তার


HeRa   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০৫:০৪ পিএম

রায়পুরায় পিকআপ সিএনজি সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনায় পিকআপ চালক গ্রেপ্তার

রায়পুরায় পিকআপ সিএনজি সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনায় পিকআপ চালক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে গত ২৫ মার্চ শুক্রবার সকালে পিকআপের সাথে সিএনজির সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় ঘাতক ওই পিকআপ চালক রবেল মিয়া (৩২) কে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। 

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে রায়পুরা আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে আমিরগঞ্জের পার্শ্ববর্তি এলাকা শিবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাকৃত পিকআপ চালক মনির শিবপুর উপজেলার সৈকারচর এলাকার মো. মিলন মিয়ার ছেলে। 

রায়পুরা থানার ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকার জানান, পিকআপ চালককে গ্রেপ্তার করে নরসিংদীতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ সকালে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে সজল ভূইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে। ওই ঘটনায় নিহতরা হলেন: সিএনজি চালক রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৪০), এসএসসি শিক্ষার্থী একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কাইউম উদ্দিন শাকিল (১৮), মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২), আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫)।