Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

কোভিড আতঙ্কে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস পুরো দলই কোয়ারেন্টাইন


HeRa   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম

কোভিড আতঙ্কে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস পুরো দলই কোয়ারেন্টাইন

কোভিড আতঙ্কে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস পুরো দলই কোয়ারেন্টাইন

মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের আবারো এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। পরের ম্যাচ খেলার জন্য সোমবার (১৮ এপ্রিল) পুনেতে হওয়ার কথা ছিল। তবে আপাতত তারা পুনেতে যাচ্ছেন না। খেলোয়াড় এবং দলের অন্য সদস্যরা আইসোলেশনের মধ্য রয়েছে। সোমবার ও মঙ্গলবার সব খেলোয়াড় এবং অন্য কর্মকর্তাদের রুমে গিয়ে কোভিড পরীক্ষা করা হবে।

এর আগে দিল্লি ক্যাপিটালসের দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করানা আক্রান্ত হয়েছিলেন। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট হলে সেখানে ওই ক্রিকেটারের রেজাল্ট পজিটিভ আসে। 

এ কারণে ফলাফল নিশ্চিত করতে তার আরটিপিসিআর টেস্ট করানো হচ্ছে। যদিও সেই ক্রিকেটারের নাম জানানো হয়নি। পাশাপাশি দলের বাকি সদস্যদেরও আরটিপিসিআর করানো হচ্ছে।- ক্রিকবাজ, সম্পাদনা: এল আর বাদল