Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

অঞ্চলের অন্যতম মহাকাশ পরিষেবা রপ্তানিকারক হয়ে উঠবে ইরান


HeRa   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

অঞ্চলের অন্যতম মহাকাশ পরিষেবা রপ্তানিকারক হয়ে উঠবে ইরান

অঞ্চলের অন্যতম মহাকাশ পরিষেবা রপ্তানিকারক হয়ে উঠবে ইরান

ইরানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী ইসা জারেপুর বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান অদূর ভবিষ্যতে এই অঞ্চলে মহাকাশ সংক্রান্ত পরিষেবার অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হয়ে উঠবে।

সোমবার পার্লামেন্ট শিল্প ও খনি কমিশনের বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ইরান অঞ্চল এবং ইসলামি দেশ উভয় ক্ষেত্রেই মহাকাশ পরিষেবাগুলোর অন্যতম প্রধান রপ্তানিকারক হয়ে উঠবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

আইসিটি মন্ত্রী জাতীয় তথ্য নেটওয়ার্কের বিভিন্ন পর্যায় বাস্তবায়নকে তার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেন, “এ বিষয়ে প্রণীত পরিকল্পনার মাধ্যমে চলতি ইরানি বছরে জাতীয় তথ্য নেটওয়ার্কের প্রায় ৭০ শতাংশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।