Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

চায়ের আড্ডায় জায়েদ-নিপুণ


বেলায়েত হোসেন প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ০৪:০৪ পিএম

চায়ের আড্ডায় জায়েদ-নিপুণ

চায়ের আড্ডায় জায়েদ-নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ঘিরে কম ঘোলা হয়নি জল। দুই প্যানেলের সাধারণ সম্পাদক পদ থেকে লড়াই করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ। তাদের এই পদ নিয়ে এখনও চলছে আইনি ঝামেলা। তাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

সেই নির্বাচনের পর থেকে তাদের কোথাও আর একসঙ্গে দেখা মেলেনি। তবে এবার দুই শিল্পীকে দেখা যাবে বিটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘চায়ের আড্ডা’য়। তবে একসঙ্গে নয়, দুটি পর্বে অংশ নেন এই দুই তারকা।

বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও নুসরাত জান্নাত রুহীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানে খোলামেলা ও প্রাণবন্ত কথোপকথনে তারা জানান তাদের অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানান অজানা কথা।

অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন শাহজালাল সরদার শিমুল। ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে জায়েদ খানের পর্বটি প্রচার হবে ৩০ এপ্রিল এবং নিপুণের পর্বটি ৭ মে রাত ১১টায়।