Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

লাইভ অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন মেজবাহ


HeRa   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ০৪:০৪ পিএম

লাইভ অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন মেজবাহ

লাইভ অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন মেজবাহ

মেজবাহ আহমেদ।  গজল শিল্পী। সাংবাদিকদের যে কোন অনুষ্ঠানে হাজির হন ডাক পেলে। দুই দশকের বেশি সময় ধরে ধ্রুপদি গান আর গজল গেয়ে শ্রোতাদেরকে মুগ্ধ করে রেখেছেন তিনি । সব শ্রেণির মানুষের কাছে গজলকে জনপ্রিয় করে তুলতে নিরন্তর কাজ করে চলেছেন  মেজবাহ। দেশিয় সীমানা ছাড়িয়ে  নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশের গজলকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে  দিয়েছেন তিনি।  এ গুণী শিল্পী আসছেন সরাসরি সংগীতানুষ্ঠানে।

এস এম গ্রুপ নিবেদিত মিউজিক্যাল লাইভ শো ‘মিউজিক ক্লাব’এ এবার সঙ্গীত পরিবেশন করবেন তিনি। আগামী ২০ এপ্রিল বুধবার রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে। এটি প্রযোজনা করেছেন কাউনাইন সৌরভ।

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে তার সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গজলের পাশাপাশি থাকবে শিল্পীর সঙ্গে আলাপচারিতাও। 

উপমহাদেশের বরেণ্য গজলশিল্পী জগজিৎ সিং ও দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শিষ্য মেসবাহ আহমেদ। স্টেজ এবং টেলিভিশনে নিয়মিত গজল পরিবেশন করেন তিনি। বর্তমানে রেকর্ডিং নিয়ে ব্যস্ত আছেন এ গুণী শিল্পী। ঈদে তার লেখা ও সুর করা একটা গান আসছে বলে জানান।