Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করুণ : বাংলাদেশ ন্যাপ


HeRa   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ০৪:০৪ পিএম

২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করুণ : বাংলাদেশ ন্যাপ

২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করুণ : বাংলাদেশ ন্যাপ

অর্ধেক নয়, ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান ও বস্তিবাসীদের ‘ফ্যামিলি কার্ড’' প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।

তারা বলেন, দেশে সাধারন মানুষের মধ্যে বস্তিবাসীরা সবচেয়ে কষ্টের মধ্য দিয়ে জীবন পরিচালনা করেন। কারণ, তাদের থাকে না তেমন কোনো আয়। তাই সরকারের দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ঈদের আগেই সকল বস্তিবাসীদের নিকট বিতরণ করা উচিত।

নেতৃদ্বয় ২৫ রমজানের মধ্যে দেশের সকল শ্রমিক ও কর্মচারীদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস প্রদানের দাবী জানিয়ে বলেন, সরকার ও গার্মেন্টস মালিকরা একযোগে শ্রমিকদের ওপর চড়াও হয়েছে। এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা অমানবিক ও শ্রমিক স্বার্থ বিরোধী। মালিকেরা রেকর্ডসংখ্যক অর্ডার পাচ্ছেন, কিন্তু শ্রমিকদের পেটে ভাত নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে৷ এ অবস্থায় এমন সিদ্ধান্ত জনবিরোধী।

তারা আরো বলেন, প্রতিবছর মালিকরা শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন নিয়ে টালবাহানা করে। ফলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে ঈদের মধ্যে নিদারুণ কষ্টের মধ্যে পড়ে যায়। করোনা মহামারির পরে শ্রমিক-কর্মচারীরা এমনিতেই দিশেহারা। তার মধ্যে বর্তমান দুর্মূল্যের এই বাজারে দুবেলা দুমুঠো ভাত যোগাড় করাও অসম্ভব হয়ে পড়েছে। তার মধ্যে যদি প্রতিবছরের মতো মালিক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করে তাহলে অসহনীয় কষ্টের মধ্যে পড়বে নিরীহ শ্রমিকরা।