Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

রংপুরের পালিচড়া থেকে রোনালদোর পর্তুগালে চার কিশোরী ফুটবলার


HeRa   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

রংপুরের পালিচড়া থেকে রোনালদোর পর্তুগালে চার কিশোরী ফুটবলার

রংপুরের পালিচড়া থেকে রোনালদোর পর্তুগালে চার কিশোরী ফুটবলার

২০১১ সাল থেকেই সেখানে নারী ফুটবলের দাপট। দরিদ্র পীড়িত এই অঞ্চল থেকে এবার চারজন কিশোরী ফুটবলার জায়গা করে নিয়েছেন পর্তুগালে হতে যাওয়া মাসব্যাপী ফুটবল ক্যাম্পে। 

পালিচড়া গ্রামের এই চার কিশোরী ফুটবলার হলেন: মৌরুসি আক্তার, রেখা আক্তার, নাসরিন আক্তার ও শাম্মি আক্তার। তারা প্রশিক্ষণ নেবেন পর্তুগালে গিয়ে। এ বিষয়ে তাদের কোচ মিলন খান বলেন, তারা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে অনুশীলনের সুযোগ পেয়েছে। এটা আমাদের জন্য দুর্দান্ত খবর।

ক্যাম্পে সুযোগ পাওয়ায় মৌরুসি নিজেকে ভাগ্যবান উল্লেখ করে বলেন, আমাদের জন্য এটা বিশাল সুযোগ। এক মাস পর্তুগালে অনুশীলন করব। দরিদ্র পরিবারের মেয়ে হিসেবে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি।

অপর কিশোরী নাসরিন জানান, রোমাঞ্চে ভাসছেন তারা। এখন তাদের একমাত্র লক্ষ্য ভাল খেলা।