Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ডার্বি কাউন্টি ক্লাব তৃতীয় বিভাগে নামলেও দল ছাড়বেন না ওয়েন রুনি


HeRa   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

ডার্বি কাউন্টি ক্লাব তৃতীয় বিভাগে নামলেও দল ছাড়বেন না ওয়েন রুনি

ডার্বি কাউন্টি ক্লাব তৃতীয় বিভাগে নামলেও দল ছাড়বেন না ওয়েন রুনি

ওয়েন রুনির ভাগ্যটাই খারাপ। অনেক চেষ্টা করেও দলকে দ্বিতীয় বিভাগে রাখতে পারলেন না। পয়েন্ট কেটে নেওয়ায় শভা তার দলের এই অবস্থা। ওয়েন রুনির অধীনে খেলা ডার্বি কাউন্টি ক্লাব নেমে গেছে তৃতীয় বিভাগে। তবুও ক্লাব ছাড়তে চান না এই ইংলিশ তারকা।

১৯৮৫-৮৬ মৌসুমের পর এই প্রথমবারের মতো তৃতীয় বিভাগে নেমে গেল ডার্বি। যদিও নিয়ম ভঙ্গের কারণে ২১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল তাদের। ক্লাবের বর্তমানে কোনো মালিকানাও নেই। তাই অনিশ্চিত রুনি ও ডার্বির ভবিষ্যৎ। যদিও ক্লাব পুর্নগঠনের ইচ্ছের কথা জানিয়েছেন এই ইংলিশ তারকা।

ডার্বির তৃতীয় বিভাগে নেমে যাওয়ার অনুভূতি জানতে চাইলে স্কাই স্পোর্টসকে রুনি বলেছেন, হ্যাঁ আমাদের অবনমন হয়েছে। কিন্তু আমি কখনো কোনো দলকে অবনমিত হওয়ার পর তাদের সমর্থকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া দেখিনি।