Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ম্যাচ কিভাবে জেতাতে হয় দেখিয়ে দিলেন চাহাল


HeRa   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

ম্যাচ কিভাবে জেতাতে হয় দেখিয়ে দিলেন চাহাল

ম্যাচ কিভাবে জেতাতে হয় দেখিয়ে দিলেন চাহাল

১৭তম ওভারের প্রথম বলে ভেঙ্কটেশ আইয়ারকে ফেরান চাহাল। এরপর শেষ তিন বলে শ্রেয়াস আইয়ার, শিবম মাভি ও প্যাট কামিন্সকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন। ম্যাচ শেষ করেন ৪ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সাত রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন চাহাল। নিজের শেষ ওভারেই তিনি ঘুরিয়ে দেন ম্যাচ। ম্যাচ শেষে মালিঙ্গা বলেছেন, চাহালের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। দেশের এই টুর্নামেন্টের চেয়ে অভিজ্ঞ লেগস্পিনার। 

সে দেখালো কীভাবে দক্ষতাকে নিয়ন্ত্রণ করতে হয়। সে যে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য যথেষ্ট ভালো, সেটা প্রমাণ করতে এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। মালিঙ্গা আরো বললেন, উইকেট নেওয়া অনেক বেশি সুযোগ আছে লেগস্পিনারদের।