Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

আমরা লা লিগাকে প্রায় বিদায় বলে দিয়েছি: বার্সা কোচ জাভি হার্নান্দেজ


HeRa   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

আমরা লা লিগাকে প্রায় বিদায় বলে দিয়েছি: বার্সা কোচ জাভি হার্নান্দেজ

আমরা লা লিগাকে প্রায় বিদায় বলে দিয়েছি: বার্সা কোচ জাভি হার্নান্দেজ

ইউরোপা লিগ থেকে আগেই বিদায় নিয়েছে বার্সেলোনা। এবার লা লিগা নিয়ে বেশ চাপে কোচ জাভি হার্নান্দেজের দল। অবনমন শঙ্কায় থাকা কাদিজের বিপক্ষে ন্যু ক্যাম্পে ১-০ গোলে হেরে যায় তারা। এই ম্যাচের পর কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, লিগ দৌড় থেকে প্রায় ছিটকে গেছেন তারা।

কাদিজের বিপক্ষে ম্যাচ হেরে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে বার্সার। এই মৌসুমে ২০১২-১৩ পর সর্বোচ্চ ৩২ গোল হজম করল তারা। সব মিলিয়ে দলের পারফরম্যান্সে আরও উন্নতির বার্তা দিয়েছেন জাভি। চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে টিকে থাকাটাই এখন তাদের দলের মূল লক্ষ্য। আমরা বার্সা আর আমাদের অবশ্যই আরও বেশি কিছু করতে হবে। দলকে আরও উদ্দীপনা দেখাতে হবে। মার্কা