Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

এক প্যায়ার কা নাগমা হ্যায়


HeRa   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

এক প্যায়ার কা নাগমা হ্যায়

এক প্যায়ার কা নাগমা হ্যায়

ইমরুল শাহেদ: ফেসবুক হঠাৎ করেই এই কালজয়ী গানটির গীতিকবি সন্তোষ আনন্দকে সামনে টেনে এনেছে। একটি ভিডিওতে দেখা যায়, অশীতিপর বৃদ্ধ সন্তোষ আনন্দ একটি অনুষ্ঠানে অনেকটা চেতনাহীনভাবেই বসে আছেন। একজন গায়িকা হৃদয় বিদারি এই গানটি গেয়ে তার মুখের সামনে মাইক্রোফোনটি ধরছেন। তিনি হয়তো কিছু বলতে চাইছেন। তার ঠোট দুটি মৃদু প্রকম্পিত হচ্ছে। তিনি হাসছেন। কিন্তু কিছু বলেননি। হতে পারে গত ৫ মার্চ তার জন্মদিন গেছে, সে উপলক্ষে মুম্বাইতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতেই গায়কীর মাধ্যমে গানটি গেয়ে তাকে শোনানো হয়েছে। বর্তমানে তার বয়স ৯৩ বছর। 

খ্যাতিমান এই গীতিকার পড়াশোনা করেছেন লাইব্রেরী সায়েন্সে। তিনি জীবিকার তাগিদে অন্য কোনো চাকরী না করে গান লেখার কাজটাকেই বেছে নিয়েছেন। সৃষ্টি করেছেন অনেক কালজয়ী গান। এক প্যায়ারকা নাগমা হ্যায় বা ‘ভালোবাসার একটি গান আছে...’ সেগুলোর অন্যতম। ‘শোর’ ছবির এই গানটির সুর করেছেন লক্ষ্মীকান্ত প্যায়ারি লাল। লতা মুঙ্গেশকর এবং মুখেশ এই গানটিতে তাদের গায়কীর পুরো দরদই যেন উজাড় করে দিয়েছেন, যা হৃদয়কে স্পর্শ করে যায়। গানটি যখন বেজে ওঠে তখন অনেকেই গুনগুন করে গানটির কথার সঙ্গে নিজেকে একাত্ম করে নেয়। এ যেন সবার কথা - প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, সংসার, সন্তান সকলকেই একাত্ম করে নেয় গানটি। হৃদয় থেকে উৎসারিত না হলে এমন অনুপম কথামালা গাথা যায় না। একজনের অন্তর থেকে উৎসারিত কথা অপরকে অনুপ্রাণিত, প্রভাবিত করার প্রকৃষ্ট উদাহরণ এই গানটি। 

চলমান জীবনের ছবি নিয়ে শুধু তথ্যচিত্র বা প্রামাণ্যচিত্র হতে পারে। কিন্তু একটি গল্পের চলচ্চিত্রকে এমনই হতে হবে যার সঙ্গে দর্শক একাত্ম হতে পারেন। তারা যেন ভাবতে পারেন, গল্পটি তাদেরই কথা বলছে। বিনোদন উপভোগের পাশাপাশি তারা জীবন নিয়ে ভাববেন। জীবন নিয়েই এমন গল্পই কালান্তরে শিল্পোত্তীর্ণ হয়ে যায়। লতা মুঙ্গেশকরের মৃত্যুর পর গণমাধ্যমের কোনো কোনোটি এই গানটি দিয়েই শিরোনাম করেছে। ‘শোর’ ছবির বাংলা অনুবাদ ‘আদালত’ নামে এদেশেও নির্মিত হয়েছে। বাংলায়ও এ গানটি আলোচিত হয়েছে।