Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

পুঠিয়ার রোহানা মেডিকেলে চাঞ্চ পেয়েও ভর্তি অনিশ্চয়তায়


HeRa   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২২, ০৬:০৯ পিএম

পুঠিয়ার রোহানা মেডিকেলে চাঞ্চ পেয়েও ভর্তি অনিশ্চয়তায়

পুঠিয়ার রোহানা মেডিকেলে চাঞ্চ পেয়েও ভর্তি অনিশ্চয়তায়

রাজশাহী জেলার পুঠিয়ার রুহানা আক্তার রিঙ্কি মেডিকেলে চাঞ্চ পেয়েও ভর্তি অনিশ্চয়তায় রয়েছেন। দারিদ্রতাকে জয় করে তিনি এ অসাধ্যমে সাধন করেছেন। সদ্য প্রকাশিত এমবিবিএস পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন তিনি। এতে বাবা-মা শিক্ষকসহ পুরো এলাকাবাসী আনন্দিত। 

তবে শঙ্কায় রয়েছে রুহানার ডাক্তার হওয়ার স্বপ্ন। দারিদ্রতার সাথে প্রতিনিয়ত লড়াই করে চলতে হয় রুহানার পরিবারকে। তাই রুহানার পরিবারের পক্ষে তার ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে যাওয়া অতি কষ্টকর। 
রুহানা আক্তার রিঙ্কি পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও রিনা খাতুনের মেয়ে। রফিকুল ইসলাম পেশায় কৃষক ও মা রিনা গৃহিনী। রুহানা চকদোমাদি আইনুল উলুম আলিম মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ এবং উপজেলার বানেশ্বর নাদের আলী স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। 

রুহানা ৭৯ নম্বর পেয়ে যশোহর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও পরিবারের মধ্যে তার ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে চলছে অনিশ্চয়তা। মামা ও বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় এ পর্যন্ত এসেছে বলে রুহানা জানিয়েছেন। রুহানার পড়াশোনার খরচ চালাতে সমাজের বিত্তবান ব্যক্তি এগিয়ে না আসলে ডাক্তার হওয়ার স্বপ্ন তার অধরাই রয়ে যাবে পরিবারের দাবি। #