Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ভারত সফরে মহাত্মা গান্ধীর আশ্রমে চরকায় সুতা কাটলেন বরিস জনসন


HeRa   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২২, ০৫:০৪ পিএম

ভারত সফরে মহাত্মা গান্ধীর আশ্রমে চরকায় সুতা কাটলেন বরিস জনসন

ভারত সফরে মহাত্মা গান্ধীর আশ্রমে চরকায় সুতা কাটলেন বরিস জনসন

দুই দিনের সফরে ভারত পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সফরের প্রথম দিনেই গুজরাট গেছেন তিনি। সেখানে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সবরমতী আশ্রম সফর করেন। আশ্রমে সুতা কেটে বেশ আনন্দ পেয়েছেন বলেও জানান তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এছাড়াও বরিস জনসন ভিসিটরস বুকে লিখেছেন, এই অসাধারণ মানুষটির আশ্রমে আসা একটা বিশাল সৌভাগ্যের বিষয়। পাশাপাশি তিনি বলেন, মহাত্মা গান্ধী কীভাবে বিশ্বকে উন্নত করার জন্য সত্য ও অহিংসার সহজ নীতিগুলোকে সংগঠিত করেছিলেন তা বুঝতে পারার জন্য অবশ্যই এই আশ্রমে আসা উচিত।

বরিস বৃহস্পতিবার সকালে আহমেদাবাদে পৌঁছান। তাকে সেখানে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। তাকে স্বাগত জানাতে রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।