Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

মুস্তাফিজকে টেস্টে পেতে আলোচনায় বসবে বিসিবি


HeRa   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২২, ০৯:০৪ পিএম

মুস্তাফিজকে টেস্টে পেতে আলোচনায় বসবে বিসিবি

মুস্তাফিজকে টেস্টে পেতে আলোচনায় বসবে বিসিবি

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে এই তথ্য জানিয়েছেন। মুস্তাফিজ এর আগে ২০২১ সালে টেস্ট চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন। তখন ফরম্যাট অনুযায়ী চুক্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।

বাংলাদেশ দলের নতুন নিযুক্ত পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সম্প্রতি জানিয়েছিলেন, টেস্টে মুস্তাফিজের এখনও অনেক কিছু দেওয়ার আছে। ২০১৫ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে, এই সময়ে বাংলাদেশ যে ৩৯টি টেস্ট খেলেছে তার মধ্যে মাত্র ১৪টিতে ছিলেন মুস্তাফিজ।

বিসিবির পরিচালক জালাল ইউনুস ক্রিকবাজকে বলেন, আমরা তার সঙ্গে লাল বলের ক্রিকেট নিয়ে কথা বলব যেহেতু বর্তমান সময়ে খুব কমই  কঠোর জৈব-সুরক্ষিত প্রোটোকল আছে।