Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

আল আমিনের ঘূর্ণিতে ডিপিএলের সুপার লিগে আবাহনীকে হারালো গাজী ক্রিকেটার্স


HeRa   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২২, ০৯:০৪ পিএম

আল আমিনের ঘূর্ণিতে ডিপিএলের সুপার লিগে আবাহনীকে হারালো গাজী ক্রিকেটার্স

আল আমিনের ঘূর্ণিতে ডিপিএলের সুপার লিগে আবাহনীকে হারালো গাজী ক্রিকেটার্স

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের লড়াকু স্কোর গড়ে গাজী গ্রুপ। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন মাহমুদুল হাসান। এছাড়া বাকিদের মধ্যে উল্লেখযোগ্য ফরহাদ হোসেন ৫৭, ধ্রুব ৫৫ এবং মেহেদী মারুফ ৩৫ রান করেন।

আবাহনীর তানভীর সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া কামরুল ইসলাম ২ টি এবং নাজমুল শান্ত নেন ১ টি উইকেট।

২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে দারুণ সূচনা করে আবাহনী। তাদের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া অধিনায়ক মোসাদ্দেক ৭৩ এবং মুনিম শাহরিয়ার ৬১ রান করলেও বাকিরা উল্লেখযোগ্য রান করতে পারেননি। শেষ পর্যন্ত ২৪৯ রানেই গুটিয়ে যায় দলটি।

গাজী গ্রুপের পক্ষে আল-আমিন সর্বোচ্চ ৬ উইকেট নেন। তিনিই হন ম্যাচসেরা। এছাড়া ধ্রুব এবং সাঈদ সরকার নেন ২টি করে উইকেট। শেষপর্যন্ত ২৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।