Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অস্থায়ী ক্যাম্পের গ্রিল ভেঙে পালিয়েছে ৫২৮ রোহিঙ্গা


HeRa   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অস্থায়ী ক্যাম্পের গ্রিল ভেঙে পালিয়েছে ৫২৮ রোহিঙ্গা

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অস্থায়ী ক্যাম্পের গ্রিল ভেঙে পালিয়েছে ৫২৮ রোহিঙ্গা

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অস্থায়ী ক্যাম্পের গ্রিল ভেঙে ৫২৮ রোহিঙ্গা পালিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। 

বুধবার (২০ এপ্রিল) সকালে দেশটির পেনাং প্রদেশের সুঙ্গাই বাকাপ অস্থায়ী ক্যাম্পে(এসজি) এ ঘটনাটি ঘটে। তবে পালিয়ে যাওয়া ৫২৮ রোহিঙ্গার মধ্যে থেকে ৩৬২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) মহা পরিচালক খাইরুল দাতো সেরী দাজাইমি বিন দাউদ স্বীকার করে বলেন, স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে ৫২৮ জন রোহিঙ্গা পেনাংয়ের সুঙ্গাই বাকাপ অস্থায়ী অভিবাসন ডিপো থেকে পালিয়েছে। তারা ব্লকের দরজা ও বাধার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এসময় ডিউটিতে থাকা কর্মকর্তারা সহায়তার জন্য পুলিশ ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। 

পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের আটক করতে পুলিশ ও রেলা তল্লাশি শুরু করে। এসময় জনসাধারণের সহযোগিতায় পালিয়ে যাওয়া ৫২৮ জনের মধ্যে এই রিপোর্ট লেখা পর্যন্ত মালয়েশিয়া সময় দুপুর ১২টা পর্যন্ত মোট ৩৬২ জনকে পুনরায় গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

পলাতক বন্দীদের অবস্থান সম্পর্কে তথ্য থাকলে অভিবাসন বিভাগসহ পুলিশকে জানাতে অনুরোধ করে বিবৃতি দিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের প্রধান।