Shehab Munawar প্রকাশিত: ০৭ মে, ২০২২, ১২:৫৫ এএম
ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি অতীতের যেকোনো সময়ের চেয়ে কম হয়েছে এবং বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে মানুষ। ঢাকাসহ সারাদেশেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপিত হয়েছে।
তিনি বলেন, এবার ঈদে আবহাওয়াও খুব ভালো ছিল। সকালে একটু বৃষ্টির জন্য কোনো কোনো এলাকায় ঈদ জামাতে সাময়িক বিঘ্ন ঘটেছে। এতে অবশ্য ঈদ উদযাপনে ব্যাঘাত ঘটেনি।
ড. রাজ্জাক আরো বলেন, সবাই এখনো ছুটির মুডেই আছে। ঢাকার লাখ লাখ মানুষ গ্রামে আত্মীয়-স্বজনের কাছে গিয়েছে। তাদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করছে।