Shehab Munawar প্রকাশিত: ০৭ মে, ২০২২, ০৪:৩৬ এএম
অস্ট্রেলিয়ার সিডনিতে রবিবার (৮ মে) বসতে চলেছে ঐতিহ্যবাহী বাংলার বৈশাখী আড্ডা। সিডনির বেক্সলে ম্যানর হল ফাংশন সেন্টারে ফাগুন হাওয়া ইনক আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা ও আড্ডা চলবে দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত।
বৈশাখী আড্ডায় বৈশাখী গানে মন মাতাবে সিডনি প্রবাসী কৃষ্টি সঙ্গীত দল। পাশাপাশি ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও বৈশাখী বরনের গান থাকবে। ফাগুন হাওয়া ইনক আয়োজক কমিটি জানান, আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং সব টিকেট বিক্রি হয়ে গেছে। অনুষ্ঠানে রাফেল ড্রতে আকর্ষণীয় তিনটি পুরস্কার থাকবে।