Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

এবারের হজযাত্রী ৫৭ হাজার ৫৮৫ জন


Shehab   Munawar প্রকাশিত:  ১২ মে, ২০২২, ০৯:০২ পিএম

এবারের হজযাত্রী ৫৭ হাজার ৫৮৫ জন

ঢাকা: এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দেশে মোট হজযাত্রীর সংখ্যা মোট ৫৭ হাজার ৫৮৫ জন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এ বছর সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজব্রত পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ করবেন। এবার বাংলাদেশের হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশে হবে।  

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের এ বৈঠকে আরও অংশগ্রহণ করেন সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, শওকত হাচানুর রহমান (রিপন), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ।

 

বৈঠকে আসন্ন হজ ২০২২ এর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। গত ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজচুক্তি স্বাক্ষরিত হয়।