Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে


Shehab   Munawar প্রকাশিত:  ১২ মে, ২০২২, ০৯:০৪ পিএম

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যাটি ছিল ৩৩ জন। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কেউ মারা যাননি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯১ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।