Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

সোনাক্ষীর বিয়ের আসল রহস্য ফাঁস!


Shehab   Munawar প্রকাশিত:  ১২ মে, ২০২২, ০৯:১০ পিএম

সোনাক্ষীর বিয়ের আসল রহস্য ফাঁস!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এবার তিনি অভিনেত্রী থেকে হলেন উদ্যোক্তা। সম্প্রতি সোনাক্ষী তার বিউটি ব্র্যান্ড SOZE লঞ্চ করেছেন। তার আগে তিনি ইন্সটাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন। সে ছবিতে দেখা যায় তার আঙ্গুলে সাদা ডায়মন্ডের আংটি।

পাশ থেকে আরেকজন রহস্যময় ব্যক্তি তার হাত ধরে আছে। তার এমন পোস্টে ভক্তরা ভেবেছিলেন অভিনেত্রীর বুঝি বিয়ে! তবে ফাঁস হলো আসল রহস্য।

বুধবার ১১ মে অভিনেত্রী নতুন ছবি শেয়ার করে লিখেছেন, ‘ঠিক আছে, আমার মনে হয় আমি তোমাদেরকে যথেষ্ট টিজ করেছি! আমার জন্য একটি বড় দিন কারণ আমি আমার নিজস্ব ব্র্যান্ড SOEZI লঞ্চ করেছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর মধ্যে একটি সত্য হচ্ছে। কারণ অবশেষে আমি উদ্যোক্তার জগতে পা রেখেছি এবং আমি আপনাদের সঙ্গে সুখবরটি ভাগ করার জন্য অপেক্ষা করতে পারিনি।’

সোনাক্ষীর এমন পোস্টে বিভ্রান্ত হয়ে একজন জিজ্ঞেস করলেন, ‘আপনি তখন বিয়ে করেননি?’ আরেকজন লিখেছেন, ‘ওহ খোদা আমরা ভেবেছিলেন আপনার বিয়ে!’

এদিকে সোনাক্ষী ‘ডবল এক্সএল’ এবং ‘কাকুদাস’সহ কিছু সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। তিনি এ বছর আমাজন প্রাইম ভিডিও সিরিজ ‘দাহদ’ দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করবেন। সঞ্জয় লীলা বনসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তেও ছিলেন সোনাক্ষী। যা নেটফ্লিক্সে প্রকাশ পাবে।