Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

বাতিল হচ্ছে প্লে স্টোরের থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ


Shehab   Munawar প্রকাশিত:  ১২ মে, ২০২২, ০৯:১৭ পিএম

বাতিল হচ্ছে প্লে স্টোরের থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ

অ্যান্ড্রয়েড ফোনে থার্ড পার্টি কল রেকর্ডিং করার সব বাহ্যিক অ্যাপ্লিকেশন (অ্যাপ) বাতিল করছে গুগল। গত মাসের সিদ্ধান্ত অনুযায়ী তা আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে গুগল। তবে ফোনে অভ্যন্তরিন (বিল্ট ইন) কল রেকর্ডার থাকলে তা বন্ধ হবে না। খবর ইন্ডিয়া.কম'র।

এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল, গুগল প্লে স্টোর থেকে সমস্ত কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করা হবে। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে ফোনে কল রেকর্ড করার নিজস্ব সফটওয়্যার না থাকলে বাইরের কোনো অ্যাপ নতুন করে ডাউনলোড করে কথোপকথন রেকর্ড করা যাবে না।


কল রেকর্ডিং অ্যাপগুলো নিয়ে বেশ কিছু দিন ধরেই আপত্তি শোনা যাচ্ছিল। অ্যান্ড্রয়েডের দশম রূপটি আসার পর গুগল কর্তৃপক্ষ জানিয়েছিল, গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও সুরক্ষার কথা মাথায় রেখে কল রেকর্ড করার এই ব্যবস্থা বন্ধ করে দিতে চান তারা। তবে তার পরও এত দিন পর্যন্ত এপিআই ব্যবস্থায় মাধ্যমে বাইরের কিছু অ্যাপ ব্যবহার করে ফোনের কথোপকথন রেকর্ড করা যাচ্ছিল। ১১ মে থেকে ওই ব্যবস্থা বন্ধ হয়ে যেতে চলেছে।