Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

করোনা মোকাবিলা সহায়তায় উত্তর কোরিয়ায় সেনা মোতায়েন


Shehab   Munawar প্রকাশিত:  ১৬ মে, ২০২২, ০৮:০৯ পিএম

করোনা মোকাবিলা সহায়তায় উত্তর কোরিয়ায় সেনা মোতায়েন

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে সহায়তার নির্দেশ দিয়েছেন। এর আগে প্রথমবারের মতো দেশটিতে করোনা শনাক্ত হওয়ার পর লকডাউন ঘোষণা করা হয়।

রোববার এক জরুরি বৈঠকে কিম জং উন করোনা মোকাবিলা না করা গেলে ‘বিপর্যয়কর পরিস্থিতি’র হুঁশিয়ারি দেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় করোনা মোকাবিলায় প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী  সীমিত পরিমাণে রয়েছে।

 

খবরে বলা হয়েছে, কিম জং উন স্বাস্থ্য কর্মকর্তাদের সমালোচনা করেছেন। পিয়ংইয়ংয়ে ওষুধ সরবরাহ স্থিতিশীল রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ায় নতুন করে ৩ লাখ ৯২ হাজার ৯২০ জনের শরীরে জ্বর দেখা দিয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ৮ জনের। মোট জ্বরে আক্রান্ত ১২ লাখ ১৩ হাজার ৫৫০ জন।  রবিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ জনের।