Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ইনস্টাগ্রামে যুক্ত হলো আরও এক নতুন ফিচার


Shehab   Munawar প্রকাশিত:  ১৬ মে, ২০২২, ০৮:২২ পিএম

ইনস্টাগ্রামে যুক্ত হলো আরও এক নতুন ফিচার

বিশ্বব্যাপী মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবার আরও একটি নতুন ফিচার নিয়ে এলো। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে নতুন ফিচার যোগ হচ্ছে। যা ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম ব্যবহারের আরও ভালো অভিজ্ঞতা দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় ইনস্টাগ্রাম নিয়ে এলো আরও একটি নতুন ফিচার। এবারের নতুন ফিচারটি হচ্ছে টেমপ্লেটস। এই ফিচারের মাধ্যমে রিলে তৈরি হবে আরও সহজ। নতুন ফিচারটি টিকটকের টেমপ্লেট টুলের আদলেই তৈরি হতে চলেছে। যা ব্যবহারকারীদের আগে থেকে তৈরি করা ভিডিয়োর ধাঁচে নতুন ভিডিয়ো তৈরির সুযোগ দেবে।

চলতি বছরের জানুয়ারি মাসেই ইনস্টাগ্রামের এই ফিচারের বিষয়টি নজরে পড়েছিল। সে সময় ফিচারটি দেখতে কেমন হতে পারে, সে সংক্রান্ত স্ক্রিনশটও শেয়ার করা হয়েছিল নেট মাধ্যমে। এই ফিচারে এমন সুবিধা থাকবে যাতে, ব্যবহারকারী আগে থেকে তৈরি করে রাখা ভিডিয়ো ফ্রেমে নিজের ছবি বসিয়ে দিতে পারেন।

 

এমনকি নিজের মতো অডিও ব্যবহার করার সুযোগ থাকবে বলেও দাবি করা হয়েছিল। তো বোঝাই যাচ্ছে খুব অল্প সময় ব্যয়ে এতে ট্রেন্ডিং ভিডিয়ো তৈরি করা যাবে।