Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ইন্টারনেট ব্যবহারের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী


Shehab   Munawar প্রকাশিত:  ৩০ মে, ২০২২, ০৮:২৩ পিএম

ইন্টারনেট ব্যবহারের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহারের কোনো বিকল্প নেই।

সোমবার ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশীয় রাইড শেয়ারিং দ্য বোরাক এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল যুগে পড়ালেখা থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের বিকল্প থাকবে না। এরই ধারাবাহিকতায় প্রত‌্যন্ত ও দুর্গম এলাকাসহ দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে আমরা কাজ করছি। এরই মধ্যে দুর্গম পাহাড় ও হাওরে ইন্টারনেট ভিত্তিক আউটসোর্সিং শিল্প গড়ে উঠার পাশাপাশি ডিজিটাল শিল্প উদ‌্যোক্তা তৈরি হচ্ছে।

তিনি বলেন, দেশি উদ‌্যোক্তাদের তৈরি করা সফটওয়‌্যার এখন বিশ্বের ৮০টি দেশে রফতানি হচ্ছে। মন্ত্রী দেশীয় সফটওয়‌্যার ব‌্যবহারের মাধ‌্যমে দেশি সফটওয়‌্যার শিল্পকে বিকশিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে দ‌্য বোরাক সার্ভিসেস লিমিটেডের চেয়ার‌ম‌্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা শফিউল আলম বিপ্লব প্রমুখ বক্তব্য দেন।