Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

পেশিশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা যাবে না: ইসি আলমগীর


Shehab   Munawar প্রকাশিত:  ৩১ মে, ২০২২, ০৮:৫৩ পিএম

পেশিশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা যাবে না: ইসি আলমগীর

ঢাকা: পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করা যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, পেশিশক্তি ব্যবহার করে কেউ যদি নির্বাচিত হওয়ার স্বপ্নে দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। নির্বাচনী দায়িত্ব পালনে প্রশাসনের কারো অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি কোনো প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণ হলে তার প্রার্থিতা বাতিল হবে।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, ভোটে বাধা দিয়ে কোনো লাভ হবে না। যেকোনো উৎস থেকে আমরা যদি তথ্য পাই যে, প্রার্থী বা ভোটারকে বাধা দেওয়া হয়েছে অথবা নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি, তাহলে প্রথমে আমরা শিডিউলটা স্থগিত করব, যাতে প্রার্থী পুনরায় নমিনেশন সাবমিট করতে পারেন।

তিনি বলেন, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা, প্রচারের সুযোগ করে দেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। দায়িত্ব পালনে কারো অবহেলা পেলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমরা মনে করি, এগুলো করে কোনো লাভ হবে না। নির্বাচনের দিন যদি ভোটারদের আসতে বাধা দেওয়া হয় তাহলে ভোটকেও আমরা বাতিল করে দেব। যারা বুদ্ধিমান ও সচেতন তারা এগুলো করবেন না বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, ভোটে কেউ বাধা দিলে দেশের প্রচলিত আইনে মামলা হবে। আপনারা দেখবেন স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা নিয়েছে কিনা। কেউ যদি পেশিশক্তি প্রয়োগ করে তাহলে ইসি তার ক্ষমতাবলে মামলা দেওয়ার জন্য নির্দেশ দেবে। এছাড়া ভোট বাতিল করে দেওয়া বা প্রার্থীর (অভিযুক্ত) প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও রয়েছে ইসির।