Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

এবার নেদারল্যান্ডসে গ্যাস বন্ধ করে দিচ্ছে রাশিয়া


Shehab   Munawar প্রকাশিত:  ০১ জুন, ২০২২, ০২:১৩ এএম

এবার নেদারল্যান্ডসে গ্যাস বন্ধ করে দিচ্ছে রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানানোয় নেদারল্যান্ডসে ৩১ মে মঙ্গলবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়ার গ্যাসপ্রোম।

নেদারল্যান্ডসের গ্যাস কোম্পানি গ্যাসতারা এ খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবার থেকে রাশিয়া থেকে নেদারল্যান্ডসে আর কোনো গ্যাস আসবে না।

এদিকে এর আগে পোল্যান্ড, বুলগেরিয়া এবং ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

গ্যাসতারার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবর পর্যন্ত রাশিয়ার কাছ থেকে আরও ২ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাওয়ার কথা ছিল নেদাল্যান্ডসের। এখন অন্য সূত্র থেকে এ গ্যাস পাওয়ার জন্য চেষ্টা করছে তারা।

তারা জানিয়েছে, রাশিয়া রুবলে গ্যাসের মূল দেওয়ার যে দাবি জানিয়েছে সেটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ভঙ্গ করতে পারে। তাছাড়া যে পথে মূল্য দেওয়ার দাবি করা হয়েছে সেটিতে অর্থনৈতিক এবং প্রয়োগগত ঝুঁকি আছে।

এদিকে গ্যাসতারার ৫০ ভাগের মালিক হলো নেদারল্যান্ডসের সরকার। বাকি ২৫ ভাগের মালিক তেলের জায়ান্ট শেল এন্ড এক্সন।

সূত্র: আল-জাজিরা