Shehab Munawar প্রকাশিত: ০১ জুন, ২০২২, ০২:৫৮ এএম
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে তথা কৃষ্ণকুমার কুননাথ মারা গেছেন। ৫৩ বছর বয়সে কলকাতার সিএমআরআই হাসপাতালে তিনি মারা যান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার (৩১ মে) কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিউডের এই বিখ্যাত গায়ক, নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান। সেখানেই অসুস্থ বোধ করেন গায়ক। তারপর হোটেলে ফিরে মারাত্মক অসুস্থবোধ করেন তিনি। এরপর দ্রুত তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানা যাচ্ছে বেসরকারি হাসপাতাল সূত্রে। কী কারণে মৃত্যু হয়েছিল তার, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে তার মনে করা হচ্ছে।
গত দু’দিন ধরেই কলকাতায় ছিলেন কেকে। গুরুদাস কলেজের সোশ্যালে যোগ দিতে এসেছিলেন সংগীত শিল্পী, তাকে ঘিরে এদিন ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬.৪৫ নাগাদ নজরুল মঞ্চে প্রবেশ করেন সংগীত শিল্পী। জনজোয়ারের মাঝে পারফর্মও করেন কেকে। তবে কয়েক মিনিটের মধ্যেই সব শেষ।
এদিন কেকে-র মৃত্যুর খবর পেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে শিল্পী অনুপম রায়ের ফোন পাই। বলেন যে এরকম একটা ঘটনা শুনতে পাচ্ছি হাসপাতাল থেকে। আমি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করি। ওরা বললেন, হ্যাঁ, কেকে-কে মৃত অবস্থান আনা হয়েছে। আমি ছুটে এলাম।'
হাসপাতালে মৃত অবস্থায় আনা হওয়ায় তার দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই খবর পৌঁছেছে মুম্বাইয়ে তার বাড়িতে, আগামিকাল সকালেই তার স্ত্রী ও দুই পুত্র কলকাতায় এসে পৌঁছাবেন বলে জানান মন্ত্রী।