Shehab Munawar প্রকাশিত: ০১ জুন, ২০২২, ০৩:০০ এএম
স্পোর্টস ডেস্ক: চার বছর আগের রাশিয়া বিশ্বকাপে খেলা হয়নি ইতালির। এরপর কোচ রবার্তো মানচিনির অধীনে আজ্জুরিরা জিতেছে ইউরো। তবে চার বারের বিশ্বকাপজয়ীদের এই আনন্দ টেকেনি বেশিদিন। কারণ ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে তো বটেই, পরে প্লে অফ থেকেও বিদায় নিয়েছে ইতালিয়ানরা।
যার ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার হতাশা সঙ্গী হয়েছে ইতালির। দুঃস্বপ্নের মতো এই অভিজ্ঞতা ভুলতে না ভুলতেই ইউরো চ্যাম্পিয়নরা ‘ফাইনালিজিমায়’ কোপার শিরোপাজয়ী আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে। এবার আলবেসিলেস্তেদের হারিয়ে বিশ্বকাপে না খেলার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি।
এমনটাই জানিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এ নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছে তার। এই গোলকিপার বলেন, প্যারিসে নিজেদের শেষ ম্যাচের পর আমরা নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছি। তবে তার আগেই তার সঙ্গে নিজেদের নিয়ে অল্পসল্প কথা হয়েছে আমার।
আগামী ২ জুন বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতালি। সেই ম্যাচের প্রস্তুতি সম্পর্কে ডোনারুমা বলেন, আর্জেন্টিনা অসাধারণ এক দল। তাদের জন্য আমাদের সেরা প্রস্তুতিটাই নিতে হবে।
তিনি আরো বলেন, এটা মোটেও সহজ একটা বছর ছিল না। তবে আমি সবসময় যেমন থাকি, কঠোর পরিশ্রম করি, এখনো তেমনই আছি। বিশ্বকাপের হতাশাটা এখনো তরতাজাই আছে, এরই মধ্যে বুধবার আমাদের ম্যাচ, সেটা জিততে হবে আমাদের।
ডোনারুমা যোগ করেন, আমাদের শিগগিরই ভালো খেলা শুরু করতে হবে। ভালো ফলাফল পাওয়া শুরু করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না আমরা ইউরোয় কী করেছি। আমরা দারুণ একটা দল, আমরা অবিশ্বাস্য ফলাফল অর্জন করেছি।