Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

দুই বছরেরও বেশি সময় পর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী


Shehab   Munawar প্রকাশিত:  ০১ জুন, ২০২২, ০৯:০২ পিএম

দুই বছরেরও বেশি সময় পর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

ঢাকা: দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে আর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত হননি প্রধানমন্ত্রী। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতেন তিনি। কিন্তু আজকের বৈঠকে সশরীরেই উপস্থিত হচ্ছেন।

কর্মকর্তারা জানান, আজকের একনেক বৈঠকে অনুমোদনের জন্য আটটি প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮১ কোটি টাকা।

 

একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।