Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

আমেরিকায় এবার মেডিকেল সেন্টারে বন্দুকধারীর হামলা, নিহত ৫


Shehab   Munawar প্রকাশিত:  ০২ জুন, ২০২২, ০৯:৩০ পিএম

আমেরিকায় এবার মেডিকেল সেন্টারে বন্দুকধারীর হামলা, নিহত ৫

আর্ন্তজাতিক ডেস্ক: স্কুলে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই আমেরিকায় এবার একটি মেডিকেল সেন্টারে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে অভিযুক্ত হামলাকারী নিজেও নিহত হন।

স্থানীয় সময় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরের সেন্ট ফ্রান্সিস মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। রাইফেল ও হ্যান্ডগান নিয়ে সশস্ত্র এক ব্যক্তি এই হামলা চালায়।

মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, সিএনএন-সহ বিভিন্ন গণমাধ্যম।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের বাইরে তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস সাংবাদিকদের বলেন, অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন ওই অভিযুক্ত।

ব্রুকস আরও বলেছেন, পুলিশ হামলাকারী লোকটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলে জানান তিনি।

রয়টার্স বলছে, মেডিকেল সেন্টারে গোলাগুলির বিষয়ে ফোনকল পাওয়ার তিন মিনিট পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এর পাঁচ মিনিট পর সেখানে হামলার শিকার কয়েকজন ব্যক্তি ও সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে যোগাযোগ করেন তারা। অভিযুক্ত বন্দুকধারীর হাতে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল।

তুলসা শহরের মেয়র জি টি বাইনুম হামলার খবর পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন।

বার্তাসংস্থা আরও জানিয়েছে, মেডিকেল সেন্টারের নাটালি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বন্দুক হামলার এই ঘটনা ঘটে। যেখানে একটি অর্থোপেডিক সেন্টার-সহ ডাক্তারের চেম্বার রয়েছে।

তুলসার আরেক উপ-পুলিশ প্রধান এরিক ডালগ্লিস বলেছেন, হামলায় নিহতদের মধ্যে কর্মচারী ও রোগীরাও রয়েছেন বলে মনে করছেন তিনি।

এদিকে সর্বশেষ এই বন্দুক হামলার ঘটনা পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কানেও। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলার বিষয়ে জানানো হয়েছে। এছাড়া হামলার পর বিদ্যমান পরিস্থিতিতে তুলসার রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তুলসা শহরটি ওকলাহোমা অঙ্গরাজ্যের রাজধানী ওকলাহোমা সিটি থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) উত্তর-পূর্বে অবিস্থিত। শহরটিতে প্রায় ৪ লাখ ১১ হাজার মানুষ বসবাস করেন।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস একটি স্কুলে বন্দুক হামলা চালায় এক তরুণ। তাতে ১৯ শিশু, দুই শিক্ষকসহ ২২ জন নিহত হয়। এরপর গত মঙ্গলবার দেশটির লুইজিয়ানা প্রদেশের নিউ অরলিন্স শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বন্দুক হামলায় এক নারী নিহত হন। সূত্র: রয়টার্সসিএনএনওয়াশিংটন পোস্ট