Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

ফের ষড়যন্ত্রের রাজনীতিতে নেমেছে বিএনপি: আমির হোসেন আমু


Shehab   Munawar প্রকাশিত:  ০৩ জুন, ২০২২, ০৯:০৫ পিএম

ফের ষড়যন্ত্রের রাজনীতিতে নেমেছে বিএনপি: আমির হোসেন আমু

ঢাকা: আওয়ানী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আবারও ষড়যন্ত্রের রাজনীতিতে নেমেছে বিএনপি।

শুক্রবার বিকেলে রাজধানীর  নিউ ইস্কাটনের নিজ বাসভবনে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের আগামী দিনের কর্মসূচি প্রণয়নে ১৪ দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

আমির হোসেন আমু বলেন, দেশে সন্ত্রাস এবং নতুন করে হত্যাকাণ্ড ঘটাতে চাই বিএনপি। ১৫ আগস্ট নিয়ে স্লোগান প্রমাণ করে নতুন ষড়যন্ত্র করছে তারা।  

বিশ্ব ব্যাংকের ঋণ না নিয়ে পদ্মাসেতু তৈরি করারা জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ১৪ দল।

স্বতঃস্ফূর্তভাবে ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান আমির হোসেন আমু।

তিনি বলেন, বিএনপি যাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের রাজনৈতিক সক্ষমতা কতটুকু তা জানে না ১৪ দল।