Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন


Shehab   Munawar প্রকাশিত:  ০৫ জুন, ২০২২, ০৮:২২ পিএম

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগেছে। শনিবার রাত সাড়ে এগারটার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে হতাহতের খবর নিশ্চিত হওয়া না গেলেও বেশ কয়েকজন দগ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৪ জুন) দিনগত রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট এবং পরবর্তীতে আরও ৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ডিপোতে বিস্ফোরণের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে হতাহতের শঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসায়নিকের কন্টেইনারে বিস্ফোরণের কারণে দুর্ঘটনাস্থলে প্রবেশ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ডিপোতে এসময় প্রায় ৫০ হাজার কনটেইনার ছিল বলে জানা গেছে।