Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

বাড়ির ওপর দিয়ে উড়ল প্লেন, আতঙ্কে সরিয়ে নেয়া হলো বাইডেনকে


Shehab   Munawar প্রকাশিত:  ০৫ জুন, ২০২২, ০৯:১৬ পিএম

বাড়ির ওপর দিয়ে উড়ল প্লেন,  আতঙ্কে সরিয়ে নেয়া হলো বাইডেনকে

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে অনুমতি ছাড়া একটি প্লেন উড়ে গিয়েছিল। আর এতেই অনাকাঙ্ক্ষিত কিছুর আশঙ্কায় প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

অবশ্য এ ঘটনাকে হামলা বা তেমন ধরনের কিছু নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ফরাসি এই বার্তা সংস্থা জানায়, মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোথ বিচে প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে একটি ছোট প্রাইভেট প্লেন উড়ে যায়। সেখানে কোনো ধরনের বিমান উড্ডয়ন সীমাবদ্ধ হলেও ভুল করেই প্লেনটি বাড়ির ওপর দিয়ে উড়ে যায়।

হোয়াইট হাউস জানায়, এ ঘটনায় সৃষ্ট আতঙ্কের কারণে জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনকে ঐ বাড়ি থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য সরিয়ে নেয়া হয়। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ডেলাওয়্যারের রেহোবোথ বিচের ঘটনা সম্পর্কে বলেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদ আছেন এবং সেখানে কোনো হামলা হয়নি।


ঐ কর্মকর্তা আরো জানান, পরে জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন তাদের বাসভবনে ফিরে এসেছেন। ডেলাওয়্যারের রেহোবোথ বিচের এ স্থানটি ওয়াশিংটন থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) পূর্বে অবস্থিত।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনকে যথাযথ নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, বিমানটি ভুলবশত একটি নিরাপদ এলাকায় প্রবেশ করেছিল এবং তাৎক্ষণিকভাবে সেটাকে বের করে দেওয়া হয়।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ছোট ঐ প্রাইভেট প্লেনের পাইলট সঠিক রেডিও চ্যানেলে ছিলেন না এবং ফ্লাইট নির্দেশিকা অনুসরণ করেননি। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস অভিযুক্ত পাইলটের সঙ্গে কথা বলবে বলেও জানিয়েছেন।