Big Bus Tours Dubai NYC Sightseeing Pass
Logo
logo

জেদ্দায় পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট


Shehab   Munawar প্রকাশিত:  ০৬ জুন, ২০২২, ০৯:৪৪ পিএম

জেদ্দায় পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১০ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে জেদ্দা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানায়। এর আগে সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটি ছেড়ে যায়।

প্রথম হজ ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরে হজযাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। তারা হজযাত্রীদের খোঁজখবর নেন। 

করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে বিদেশিদের জন্য হজ পালন বন্ধ ছিল। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই বিধি নিষেধ তুলে দেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।